তোমারো পরাণে রয় গোপনে
সযতনে দাও তাহা বলে,
কেন মোরে এমনি করে
রাখো সদা ছায়ার আড়ালে!

খেলিবে আর তুমি কতবার
ভগ্ন হৃদয় নিয়ে মোর!
করি প্রকাশি কহ ভালোবাসি
ভালোবাসায় তবু খাটেনা জোর।

এই অন্তর কাঁদে নিরন্তর
তব ভালোবাসার পরশো লাগি,
জানিয়া সব কেন নীরব!
অন্তর তব ওঠাও জাগি।

কাটিয়া মোর অপেক্ষার প্রহর
তব ভালোবাসায় করো স্নাত,
তোমারো পরশে ঘুচুক অবশেষে
দুঃখ আছে মোর যত।

______________________________