একটা মেয়ে ভীষণ মিষ্টি
মনটা বড়ই দুঃখী,
কষ্ট চেপে বুকের মাঝে
পরকে করে সুখী।
মায়ের জন্য পাগল মেয়ে
বড়ই ভালো বাসে,
সৎ মায়ের মতই মা
কষ্ট দেখে বসে।
মা মেয়েদের প্রিয় বন্ধু
সেটাই সবার মানায়,
এই মেয়েটির মা যে উল্টো
একটু ভুলেই কাঁদায়।
অসুখ-বিসুখ হলে পরেও
বলা তার মানা,
মায়ের কথা এমনি সারবে
যাস না ডাক্তারখানা।
যে মেয়েটা অন্যের সুখে
দিতেও রাজি প্রাণ,
সেই মেয়েটাই কারোর থেকে
পায় না একটু মান।
দশভুজারই নামে তার নাম
শাড়ি পড়লে দেবী,
দুঃখ মনে লুকিয়ে রেখে
হাসাটাই তার হবি।
নিজের টাকায় সংসার চালায়
মাথায় ভীষণ চাপ,
সবাইকে যে হাসিয়ে রাখে
তারই জীবন - অভিশাপ।
___________________
রচনাকালঃ
০৯ জানুয়ারি ২০২০
রাত্রি ১১ টা ৬