বেকারের কোনো পরিচয় থাকে না
থাকতে নেই ওদের কোনো প্রেমিকা,
শত চেষ্টাতেও পায়না হাতে কলম
জীবনের পাতায় হয়না কিছু লেখা।

সংগ্রামের সাথে হাঁটে দিনে দুপুরে
অস্তিত্ব টিকিয়ে রাখা কত যে কঠিন!
প্রতি পদে বাধা দিয়ে যায় সংকেত-
মরনের পথ সময়ের সাথে হয় মসৃণ।

স্বপ্নের চিতা জ্বলে নিজের বুকে
ব্যর্থ ইন্টারভিউ পারেনি তা নেভাতে,
চাপা পড়ে যোগ্যতা ধূলোর আড়ালে
ঢেকে গেছে ভ্যাকান্সি মোটা টাকাতে।

বাপ-মায়ের পরিশ্রম তবে কি ব্যর্থ!
না খেয়ে পড়ানো গেল যে বিফলে,
বেকার ছেলের শুকনো মুখ দেখে
তাদেরও চোখ ভাসে ব্যথাভরা জলে।

পাশের বাড়ি গরম,দাদনের টাকাতে।
প্রেমিকার বিয়েটাও হয়ে যায় সামনে,
বলে যায় রাজনীতি- শুনে রাখ্ বোকা
চাকরিটা জুটবে,যাবি যেদিন শ্মশানে।

_____________________
রচনাকালঃ
১৩ সেপ্টেম্বর ২০২১
রাত্রি ১১ টাব ৫৭