চিতায় জ্বলা ভালোবাসার হাসি
কুড়িয়ে এনে দেয় পোড়া ছাই...
"রক্তাক্ত হৃদয়ের গহীনে পোষা
অশ্রু মিশিয়ে বানাও তাজমহল।"
কঠিনকে সহজ করার শাসানি।
একটার পর একটা ইটের গায়ে
স্মৃতির শ্যাওলা সরিয়ে সরিয়ে
সৌধ গড়ে ওঠে নোনা স্বাদে।
নিমেষেই চোখ ঢাকে ঝাপসা পর্দায়,
তবুও পাথরে চাপা দিয়ে হৃৎস্পন্দন,
যত্ন আঁকে তুলির টানে,সাথে
পাশে রাখা পেয়ালায় বিষের চুমুক।
শীতল হাতে প্রায়শই উঠে আসে
চিতার কাঠ,আধো পোড়া হাড়,
খামচে ধরে কান্না বুকের প্রাচীর।

পরিশেষে উপহারের হাতে ভাস্কর্য,
অলক্ষ্যের পদতলে স্রষ্টার পচা লাশ।

___________________________________
রচনাকালঃ
০৭ আগস্ট ২০১৮
দুপুর ১২ টা ৫১