মা হাতটা আমার গেছে কেটে
ধুতে গিয়ে কাল বটি,
জ্বলে পুড়ে যাচ্ছে হাত
মশলা কি করে বাটি!
চুপ করো বন্ধ করো ঢং
মন দিয়ে করো রান্না,
এককালে বৌমা ছিলাম আমিও
চলবে না তাই বাহানা।
রান্না করায় নেই আপত্তি
মা মশলাটা দিন বেটে,
কষ্ট হলেও সবজি সবই
রেখেছি একাই আমি কেটে।
আমাকেই যদি করতে হয় সব
তোমায় এনেছি কেন!
বসতে দেবে না আমায় দেখছি
সময়মত রান্না হয় যেন।
শাশুড়ি কখনও হয় না "মা"
এভাবেই দেয় সাজা,
পরের বাড়ির মেয়েকে এনে
কষ্ট দিয়ে পায় যে কি মজা!!!