বন্ধু আমার সবাই ভালো
মন্দ কেউতো নয়,
খারাপ বললে কাউকে তবে
মিথ্যা বলা হয়।
অপু বড় ভালো ছেলে
খুব সাদা সিধে,
কারোর সাথে কভু তার
বিবাদ না বাধে।
অন্যের বিপদে থাকে পাশে
দয়ালু মন তার,
শত্রু মিত্র ভুলে সে
উপকার করে সবার।
পল্লব সেতো ফ্যামিলি পাগল
পরিবারের কথাই বলে,
সব সময় বাবা মায়ের
কথা মেনেই চলে।
ডাক্তারবাবু প্রসেন,দীপক
লোকের সেবা করে,
তাদের কাছে রোগীই আগে
সবকিছু তার পরে।
সুদীপ সেতো মাষ্টার মশায়
মানুষ গড়ার কাজ,
মেয়েদের সাথে কথা বলতে
করে না কভু লাজ।
আকবর সেও মাষ্টার মশায়
স্কুল বাড়ির কাছেই,
এত ভালো কে পায়
লাকি হল সেই।
মানিক তার ক্যামেরা নিয়ে
দৌড়ায় পথে ঘাটে,
কখনও সে যায় বাজারে
কখনও বা হাটে।
তাপসকে সবাই ইংল্যান্ডি বলি
লাল তার চুল,
তাইতো আমরা চিনতে তাকে
করিনি তো ভুল।
দেবব্রতকে তার ভাইয়ের সাথে
গুলিয়ে ফেলি প্রায়,
কারন দু ভাইকেই তাদের
একই রকম দেখায়।
অশোকের মনে রইল দুঃখ
সুখ পেল না,
সে ভাবে বৃথাই তার
জীবন ষোলো আনা।
সজীব নামের বন্ধু পেলাম
সাহিত্যের জগতে এসে,
অগাধ জ্ঞান তার সাহিত্যে
আমায় বড় ভালোবাসে।
আরো অনেক বন্ধু আছে
নাম নেই কবিতায়,
কবিতায় না থাকলেও আছে
মনের এই খাতায়।
অতি উত্তম সবাই তারা
আমি অতি নগন্য,
তাদের তুলনায় কিছুই না
আমি অতি সামান্য।
তবু তারা ভালো বাসে
আমার বন্ধু হয়ে,
এমন করেই যায় আমাদের
জীবন নদী বয়ে।
________________________________