ক্লান্ত অশ্রু দেয় না সাড়া
জমে বরফ চিন্তার ঘূর্ণন।
জীবন বৃক্ষ ঝিমিয়ে পড়া
বাষ্পীভূত দিন মৃত্যুর সমান।

চুপ হয়ে বোবা ভালোবাসা
পথের ধারে ড্রেনের শোভা,
নিষ্ফল কান্নায় 'ফিরে না আসা'
কান্নার হাতে ধোঁয়ার আভা।

ইচ্ছাগুলো তাদের মৃত এখন
মুখ দেখে একে অন্যের,
পর হয়ে যাওয়া সেই আপন
কষ্ট কুড়ায় প্রেম বিরহের।

ক্রুশে বিদ্ধ ভাগ্যের দেবতা
ক্ষতস্থানে ওষুধ অনুশোচনা,
বৃষ্টির কাছে হয়ত খুবই সস্তা
তাই ছিটিয়ে দেয় শুধু বেদনা।

সুখের সরবত দুঃখের বরফ এখন
এক বুকে কি আর তাই ধরে!
বিরহ যে করিয়ে দেয় স্মরণ
জমাট বাধলে সবই আয়তন বাড়ে।

__________________________________
রচনাকালঃ
১৯ জুন ২০১৮
বিকাল ৬ টা ১১