তোমারো বিহনে রহিব কেমনে
এযে বিষম জ্বালা,
ওগো রূপসী বক্ষে ধরো আসি
এবার তোমার পালা।

সহিলাম কষ্ট হইল যথেষ্ট
সহিব কত আর,
করি অনুনয় রূপসী তোমায়
ভুলিওনা তুমি আমার।

তোমারো মনে গভীর গহীনে
একটিবার তুমি দেখো,
জানিবে সত্যিকথা দেখিবে সেথা
অন্য কেহ নেইকো।

তবে কেন কষ্ট দাও হেন
আমারে তুমি এত,
নিজেরো মনে পাও গোপনে
কষ্ট তুমি শতশত।

বাহুদ্বয় মেলি অপেক্ষা কেবলি
তোমারো লাগি করি,
ওগো রূপসী তোমারেই ভালোবাসি
আসো আবার ফিরি।

__________________________________