কোমল প্রভাতে শিশির দূর্বার মতই
পেয়েছি তোমায় কাছে,সিক্ত হয়েছে
আমার সর্ব শরীর শীতলতায় তোমাতে।
চাইনি বেবী লিপস্ -এর স্বাদ বন্য
ওষ্ঠে মাখতে; চাই নি তো আমি
পাখির পালকের মত আলতো জিহ্বার
পরশে পরস্পরে মাখামাখিতে মত্ত হতে।
নখের আলপনা অংকিত হোক শরীরে
চাই নি... চাই নি আমি এমনটা।
চেয়েছি সামনাসামনি অপলক চাহনি,
সরল রৈখিক দৃষ্টিতে কথার আদান প্রদান।
হৃদয়ের সাথে হৃদয়ের একান্ত সংস্পর্শ...
বুকে জড়িয়ে ধরে চেয়েছি তোমায় রাখতে,
চেয়েছি দুই হৃদ্ স্পন্দন এক করতে।
তোমার মন সাগরের অতল গহ্বরে
হারিয়ে ফেলতে চেয়েছি নিজেকে,
মিশে যেতে চেয়েছি ভালোবাসার পরশে
তোমার শরীরে প্রবাহিত রক্তের প্রতিটি বিন্দুতে।
_____________________________________________