বাঁচাতে পারিনি তাকে
ক্ষতবিক্ষত হওয়া থেকে
আজও কাঁদি সেজন্য।
করিনি কেন জীবনসাথী
নিভিয়ে মরীচিকার বাতি
করলে আপন হতাম ধন্য।
আজও ভাবি নিজে
ভালোবাসা কি মিছে
স্বেচ্ছায় করেছি প্রেমের হত্যা।
খুলেছে বন্ধ চোখ
দংশন করে শোক
বুঝি এখন সেই আমার আত্মা।
চাইলেই পারতাম দিতে
সুখ এনে হাতে
কিন্তু দিয়েছি ফিরিয়ে।
তাকেই শুধু নয়
আমার জীবনও ক্ষয়
মৃত আমি তাকে হারিয়ে।
তবু রাখি আশা-
সেও পাবে ভালোবাসা
কষ্ট ঘুচে সুখ আসবে কোলে।
খুশির হাসি মনে
সুখ এলে জীবনে
যায় যেন আমায় একদিন ভুলে।
__________________
রচনাকালঃ
২ মার্চ ২০২০
দুপুর ১১ টা ৫০