কত কবিতা তোকে নিয়ে লেখা,
শব্দের দংশন বিবেকের দেখা।
স্বপ্ন মেশানো ছাইয়ের গাদায়,
জানি,নরক তোকে অন্তরে কাঁদায়।
ছিঁড়ে খায় তোর নরম সুখ,
হয়েছে আমার পাপের অসুখ।
স্বপ্নের সিঁথি হয়নি রাঙ্গানো,
বিষ দিয়েছি কিনে নরকে মোড়ানো।
ভাগ্যের খাতায় কাটাকুটি আঁকি,
তোর ফোঁপানি নীরবে শুঁকি।
নিঃশ্বাসে তোর অজান্তেই অভিশাপ,
ভালোবাসা ছোড়ে আমার কপালে পাপ।
জীবন ভারী পাপের গাঢ় নীলে,
অন্ধকারের মেঘ জমায় কপালে।
অপেক্ষা নিয়তির শেষ আঘাত,
অস্তিত্বের জঞ্জাল হোক ধূলিসাৎ।
________________________________
রচনাকালঃ
১৩ আগস্ট ২০১৮
সকাল ৮ টা