আমার রবীন্দ্রনাথ নয় কোন ছবিতে
নেই কোন সাহিত্য আসরের আড্ডায়,
তাকে আমি পাই অনায়াসে দেখতে
আমার অনুভূতি যখন শুয়ে ধুলায়।
তাঁর হাত খুঁজে পাই নিজের মস্তকে
একাকিত্বের মেঘে মন ঢেকে গেলে,
কন্ঠ তাঁর যেন বলেন আমায় ডেকে
ওরে বৃথা কেন মজিস শূন্য দখলে!
উথাল পাথাল হৃদয় বিরহের ঝড়ে
বাঁচার আশা যখন যাচ্ছে ডুবে,
তুলে আনেন তিনিই হাতটা ধরে
তাঁরই শক্তিতে যায়নি প্রদীপ নিভে।
অশ্রু মুছিয়ে কান্না ভেজা বালিশে
তাঁর অক্ষরজুটি দেয় আলোর সন্ধান,
নতুন করে আবার বাঁচতে হবে হেসে
গানের সুরেই আছে সকল সমাধান।
ভালোবাসার নিঃশ্বাসে খুশি পেতে
দুই আত্মা মিশে যায় এক গানে,
প্রতিশ্রুতির মন্ত্র হাত রেখে হাতে
এভাবেই তাঁর নাম খচিত হয় প্রাণে।
সুখ,দুঃখ,হাসি,কান্না,বিরহ,বন্ধনে
যাকে পাই সর্বক্ষণ আমার সাথে,
খুঁজি না তাকে বাহ্যিক জীবনে
আমার রবীন্দ্রনাথ থাকেন অন্তরেতে।
_____________________
রচনাকালঃ
৯ মে ২০২৩
২৫ শে বৈশাখ
বিকাল ৪ টা ৩৩