রূপসী বউ সাজবে না তুমি আমার!
হাতভরা মেহেন্দির নানান কারুকাজ,
কপালে চন্দনের ফোঁটায় সাজিয়ে তোলা
মুখটি হবে আরোও অনেক সুন্দর...
চোখে কাজল,ঠোঁটে গাঢ় লিপস্টিক
আমার রূপসীকে করে তুলবে আরোও রূপসী।
গলায় রজনীগন্ধার সুবাস মাখা মালা
হাতে শাখা,পলা,নোয়া;আর সিঁথি...
সিঁথি ভরা থাকবে আমার দেওয়া সিঁদুরে,
লজ্জার চাদরে ঢেকে রাখবে ঐ মুখ,
যে রূপসীকে দেখে এসেছি এতদিন
মুগ্ধ হয়ে, তাকে নাহয় দেখব সেদিন
চরম মুগ্ধতার আবেশে।সেদিনই যে
আমার রূপসী সেজে উঠবে সকল সাজে...
হয়ে উঠবে তুমি অপরূপা সুন্দরী নারী।
তোমায় যে সেদিন আমি অপলক
দৃষ্টিতে তাকিয়ে শুধু দেখবো রূপসী,
আমার রূপসী কি সত্যিই এত সুন্দরী!
লজ্জার পর্দা সরিয়ে একটু তাকিও তুমি
আমার চোখের দিকে,নাকি লজ্জা পাবে!
লজ্জা পেলেও তোমায় কিন্তু দেখবো আমি
সবার সামনেই একভাবে,হ্যা রূপসী দেখবো।
এ স্বপ্ন ভেঙ্গে দেবে নাতো তুমি আমার!
আমার যে খুব ইচ্ছা করে তোমায় দেখতে
আমার বউয়ের সাজে,বেনারসি পরে...
রূপসী সাজবে তো তুমি আমার বউ...

______________________________________________