ঘুমে ভেজা চোখের প্রতিদ্বন্দ্বী ছিল -
কিছু মিষ্টি কথার উড়ন্ত কপোত...
দূরত্ব সেতুর পথ ভরে উঠেছিল
ভালোবাসা আলোকের দীপ্তিময়তায়।
ভাষা পেয়েছিল কচি অনুভূতিরা,
সাথী হয়ে জেগেছিল তারারাও,
ছিল সাথে চন্দ্রিমাও রাত জেগে একসাথে।
কথার নৌকার দেওয়া নেওয়ার পালা
চলেছে গোটা রাত ভালোবাসার খেয়ায়।

দুই বছর পেড়িয়ে সেই বিনিদ্র রাত
অসহায়,পালককহারা বৃদ্ধ সে আজ।

_______________________________________________