বিলাপ

জলকে ছুঁইয়ে দেখো, কিছু বলতে
চাইছে আজ।

মনে মনে কেদেঁছি খুব, সন্ধ্যাবেলা

অন্ধকার, মানে শুধু অন্ধকার নয়
চোখে মুখে জোনাকী ছাপ

হাঁটুর বয়স হচ্ছে
চলতে চলতে ফিরে আসি

দুঃখ পাওয়া কি এত কি সহজ কথা
কথা দিয়ে কথা না রাখা

অন্তরে অন্তরে বলে উঠি, হে ঈশ্বর।