একটাই আয়না
         সকাল হলেই মা এসে
                        চুল আচঁড়াত
একটাই আয়না
        বিকেল হলেই
           বোন এসে বেণিতে
           গুঁজে দিত ফুল

একটাই আয়না
       বউ শোবার আগে
          সুগন্ধি পাউডার মাখে

একটাই আয়না
       অথচ তার মুখোমুখি
দাঁড়াতে পারলাম না কখনও

যদি ভেঙ্গে যায়...