সভ্য শহর
মানবেন্দ্র বিশ্বাস
অশুভ কাকের ডাকে সকাল হয়
শুরু হয় এক একটা শুভ দিন
নগরের পতিতারা সারারাত ভদ্র পুরুষের ক্ষুধা মিটিয়ে,
পু্ঁজি গুনে এখন নিজের ক্ষুধা মেটাতে ব্যস্ত।
সভ্যদের নোংরা শহর ঝেড়েমুছে সাফ করে দেয় তথাকথিত খেটে খাওয়া নোংরা কিছু মানুষ।
একটু আরামের ঘুমের আপরাধে
গার্ডের লাঠিতে কেউ উঠে বসে
পার্কের চেয়ারে কিংবা রেল স্টেশনে।
ঘুম ভাঙ্গে পাথের পাশে রাতে না খেয়ে
ঘুমিয়ে পড়া শিশু টার ও
ক্ষুধাহীন জিবন্ত সুন্দর দিনের আশায়।
কেউ কেউ এই শহরের বেঁচে থাকার লড়াইয়ে
পরাজিত হয়।
মাঝেমধ্যে হিমঘরে বেড়ে যায় বেনামী মৃত মানুষের দেহ।
স্বার্থপর ঈশ্বরও বেঁচে থাকে এইসব মানুষের মাঝে।
দিনের আলো ফোটে আর এই শহর ভুলতে থাকে
অতীত এবং গতকাল।
আর আমরা গড়ে তুলি সভ্য শহর।
একটা সভ্য সুন্দর দিন।