কাগজে নই, লিখব হৃদয়ে
কিম্বা সকালের শিশির ভেজা ঘাসে,
খোলা আকাশে মেঘের মধ্যে।
লিখব, না লিখা কবিতায় আর প্রতিটা চোখে,
গধুলির শেষ আলোয় বা দুপুর রোদে।
নক্ষত্র দের পথে অথবা
অসীম মহাকাশে লিখবো আমি।
অচেনা নারীর খোলা চুলে
তার মিষ্টি হাসির আড়ালে,
মায়াবী আলোতে।
লিখে যাব পৃথিবীর পথে পথে,
ঘন জঙ্গল পাহাড় আর মেরু পথ পেরিয়ে
সরু নদীর কিনারে।
লিখবো থমকে যাওয়া স্রোতে
ভেসে যাওয়া ইতিহাসে,
জীবনের শেষ দিনে।