বলতে চেয়েছিলাম আরো বহুবার
কবিতায় কিংবা গল্পে, চোখে চোখ রাখা
না বলা ভাষায়।
বলতে চেয়েচিলাম শেষমূহূর্তে
পড়ন্ত বিকালে, বাসনার বিপুল আগ্রহে।
বলতে চেয়েচিলাম তীরে পাবার দারুন্ দুরাশায়,
প্রেমাতুর এই মনের বাড়িতে নিঃসঙ্গতা
ভাঙার কথা ছিল অনেক আগেই।
আজ মরে যাই একাকীত্ব বিষণ্ণতার একান্ত বেদনায়,
কিছুটা হাহাকার্, কিছুটা নির্বিকার, আর কিছুটা কষ্ট নিয়ে।