দাবানল রূপে মহামারী এলো
হিংসা লোভাতুর এই অসৎ পৃথিবীতে।
সবথেকেও সব ফিকে হয়ে এল আজ
কিসের ব্যবধান, সাদা আর কালো।

চারিদিক হাহাকার
কে গরীব কে ধনী, উঁচু আর নিচু।
পৃথিবীতে আজ সকলে সমান
মিলেমিশে একাকার।

বড় যে তুমি সেদিন ছিলে
অহংকার আর দম্ভে করেছ শাসন।
আজ তোমার একি হলো দশা
তুমিও তো এলে সাথে এই কান্নার মিছিলে।

যেন কাঁপছে সারা দুনিয়া
ভয় আর কান্নায়।
বিশুদ্ধ হোক এ ধরা এবার
মুছে যাক সব ভয়-জরা।

ঈশ্বর তুমি আজ বড় ক্ষুব্ধ
ক্ষমা করে দাও, আমরা এই পাপির দল।
বুঝিয়ে তুমি দিলে আজ, তুমি ছাড়া
নেই পৃথিবীতে আর কোন বড় সত্য।

পৃথিবী সেরে উঠুক, ব্যাবধান মুছে ফেলে।
দেখা হবে আবার
যদি জিতে যাই এবার,
ঘরে থাকার নতুন এই বিশ্বযুদ্ধে।

(২৭.০৫.২০, মিউনিখ জার্মানি)