কবি তুমি কবিতা লেখ।
কবি তুমি কাব্য পড়ো।
তোমার আকাশে মুক্ত পাখি
তোমার মনে বন, তুমি বন্য।
তুমি ভালোবাসো, আবার ভুলে যাও।
কবি তুমি অন্যরকম ---
কবি তুমি বিত্ত ভাব, বাস্তবতা ভোলো
আবার বাস্তবতাই বাঁচো।
কবি তুমি অন্যরকম--
তোমার মধ্যে নদী, বিরাট সাগর
উচু পাহাড়, অসীম আকাশ।
কবি তুমি মন নিয়ে খেলো, মন ভাঙ্গ।
কখনো দয়ালু কিংবা বর্বর ।
কবি তোমায় কেউ বোঝে না, কেউ জানে না
কবি তুমি অন্যরকম--
খুব সাহসী, সেই তুমি তো ভীষণ ভীতু।
খুব নীরবে তুমিই কবি,
ভিতরে ভিতরে এক ভীষণ বাস্তব কবি।