স্বর্গীয় প্রেম
হৃদয় মথুরা ক্লান্ত দিবাকর
পশ্চিম গগনে পড়েছে ঢলে।
অচিনপুরে সীমাহীন অজানায় যেন
কোন প্রবাল দ্বীপে দিক প্রান্ত ভালে।
হেনকালে সেথায় আশার গহনে
ফুটেছে প্রদীপ ফুল
আলোর পশরায় প্লাবিত মানুষ
প্রান চাঞ্চল্য হয়েছে আকুল।
দুর তপোবনে সাধক ধ্যানে
বিশ্ব প্রেমময় জ্বালা
হৃদয় তরঙ্গে নাচে ধমনী
প্রেমিক বুঝে আত্ম প্রেম জ্বালা।
প্রেম সঞ্জীবনী প্রেম ত্রীকালজ্ঞ ঋষি
প্রেম অমলিন বিশ্ব কর্মার স্বর্গীয় সুধা
প্রেমিক বিহনে প্রেমিকা কখনও
নাহি বাঁচে নিষ্ঠুর ধরা।
চলার পথে সেত শত মনি মানিক্য
সাগর সেঁচা মুক্তা
হৃদয় মোদের দিয়েছি ঠাঁই
তুমি ফুলেল জোছনা পুন্যি মহা দেবতা।
নাহি বিলম্ব পরাব গলে
হাজার পদ্মের নীলাভ পুস্প অর্ঘ্য
নীল আসমানের শত আলোকবর্ষ শেষে
ছুটিয়া আসিবে রাশি রাশি স্বর্গ।
নিকুঞ্জ দাঁড়িয়ে তোমার আশে
পুলকিত মন নিরাভরন মহিমা মুদিত নয়ন
সহে না বিলম্ব কি অপরুপ পশরা
প্রেমরসে আকুল জননী জগত ক্ষুধিত জীবন।