হৃদয় স্বরলিপি

আমি সাথী হারা
গাহিব গান হৃদয় বীনায়
কোন বিজন বনে
যেন রবো চীর বাধন হারা।

মৌন সুরে স্বরলিপি বাজে
সে যে আপন রাগিণী বেসুরা তান।
হবে বাসনা প্রসমিত পবন হিল্লোলে।

নিঝুম রজনী হবে দ্বিপ্রহর
অঘোরে ঘুমায় যত বৃক্ষ বনলতা
আরও কত কীট পতঙ্গ জীব যন্র
প্রভাত ললাটে নাচিবে আলোর ফোয়ারা সেথায়
অঢেল রাশি রাশি সূর্য কিরন।

অশ্রু জ্বলে ভাসিবে আসন
বহিয়া চলে নদী দুর অজানা পথে।
সে জ্বল যেন তব শ্রাবণী ধারা
অবিরাম বর্ষন।

চন্দ্রিকা বর্ষন ভুতলে লুটায় করিয়া প্রনাম
গহীন অন্ধকারে ইষ্ট জপমালা কাঁদে
সতত সেথায় হারান ব্যাথার গান।
জীবন প্রদীপ খসিয়া পড়িলে
সাংগ হবে সকল লীলা জীবনের জয়গান।

সংসার ধর্ম যে বীনা বাজে
মরীচিকার স্তুপ যেন আসে সীমাহীন পাপ।
যুগ যুগ ধরে চলেছে মানুষ
এ পৃথিবী পথে যেন আজম্ম অভিসাপ।

ভাবিতেছি বসে আমি দিল বৃক্ষ তলে
যদিও আছে অনেক রোমাঞ্চ অসাড় দুনিয়া
ভাবিয়া দেখ হে বিশ্ব মানবতা
বসিয়া গভীর ধ্যানে।

সমাধান নাই পরিত্রাণ নাই
যতই ভাব বিরলে।
ভষ্ম করে দেহ খোল দ্বার হৃদয় তলে
পেতে যদি চাও চীর মুক্তি
কাল থেকে কালান্তরে।