মতান্তর
সায়িদুল আলম মান্নু ।
আর একটিও বুলেট নয়
ক্ষেপনাস্ত্র নাপাম কিংবা গুচ্ছ বোমা।
একটি বার চেয়ে দেখ সহস্র মানুষের
তপ্ত বালু রাজপথে রক্তের হলিখেলা।
কাঁদছে মানুষ কাঁদছে শিশু
রক্তে স্নাত শহর সভ্যতা।
বিশ্বময় ক্রন্দন ধ্বনি
আকাশে বাতাসে ওঠে রনি
কি নির্মম মৃত্যু জ্বালা।
বাতাসে উৎকট লাশের গন্ধ, শাষরুদ্ধ পৃথিবী
নিশ্বাস নেবার নেই পালা।
মুখে আদর্শের বুলি হাতে শানিত তরবারি
নিশ্বাসে বিষাক্ত তীরের ফলা।
একোন্ বিবেকহীন কর্মযজ্ঞ চলছে অহর্নিশী
যা প্রকৃত নেই তোমার জানা।
কত যুগ যুগান্তর পার করে
গড়েছ তুমি নিপুন হাতে
এ নয়নাভিরাম মানুষেরই সভ্যতা।
সেই তোমারই সৃষ্টি ভয়ংকর সব বিস্ফোরনে
পিষ্ট করেছ মানব সভ্যতা ।
পথ ও মতের ভিন্নতা
এ আদি অনন্ত চীর সত্য
চলার পথে সদা মস্তিস্ক অনুরণে
চিন্তার স্রোত বহে অবিরাম নিত্য।
সত্য মিথ্যা যুগের আবরনে
দর্শনের আভায় সর্বদা নির্লিপ্ত ।
কোনটি আসল কোনটি নকল
এ প্রশ্ন চীরকাল মানুষের কাছে দায়বদ্ধ।
তাই মানব হনন নয় কোন সমাধান
নয় কোন মুক্তির শ্রেষ্ঠ কোন পথ
এ বিশ্বাস তুমি মেনে নিও
যতদিন তুমি খুঁজে ফিরছ
শ্রেষ্ঠ কোন মত।