মমি করা কফিন।
কি হবে আর দাঁড়িয়ে থেকে
মমি করা কফিনের পাশে।
যে চলে যাবার সেত যাবেই
কেন বৃথা কাঁদ বসে শিয়রের কাছে।
গাঁদা গাঁদা পুস্প অর্ঘ্য বনফুলের তোড়া
পরাও সবে মিলে নিস্প্রান সমাধি পরে।
কোনোদিন কেউ কি ঢুকেছ গভীরে
অবিনাশি সৃষ্টির জীবন্ত আকাশে
যেখানে গোলাপ পাপড়ি আর ভ্রমর সুবাসে
চন্দ্র সূর্য খেলা করে সারা বেলা।
যে অমর সেত মরে না কোনদিন
রেখে যায় দৃষ্টান্ত ভোলা মানুষের কাছে।
একবারও কি খুলে দেখ সেই কিতাবখানি
যেখানে রয়েছে শোষিত সমাজের
চীর মুক্তির কথা ?
শুধু শুধু নামের দোহাই টেনে
তর্জন গর্জন ছ্বন্দ গন গীতে
বৃথা আস্ফালন সবই রহস্য ঘেরা।
যেখানে রয়েছে শতকুটি অগনিত মানুষ
কত ভুল কত ভ্রান্তি করছে তারা।
তোমার কি উচিত না
তাদের দ্বারে পৌঁছে দেয়া
অমৃত বানীর শ্রেষ্ঠ কথা ?
সারা জীবনত ঘুমিয়ে কাটালে
ঐশ্বর্য ভরা পালঙ্ক পরে।
একবারও কি চিন্তা করেছ
নিরাশ্রিত মানুষের কথা ?
ছাড় ভন্ডামি শপথ কর আগামী
ভাব শুধু কেবল মানুষ ও তার মুক্তির কথা।