মানুষের প্রতি
তোমরা মানুষের প্রতি অবিচার কর না
কারন সে যে জীব শ্রেষ্ঠ সেরা মানুষ।
লোভে মত্ত হয়ে যদি
কেউ করে কোন কলুষিত কাজ
ধরে নিও ধীর মনে তব
আসলে মানুষ নিস্কলুষ।
ভোগ বিলাস আমোদ ফুর্তি
সেত কাঁচ পাত্রের ন্যায় ভঙুর,
ফুরিয়ে গেলে চুর্ন হবে
অবশিষ্ট রবে না কিছুই।
আভিজাত্য কিংবা ব্যাক্তিত্বের লড়াই
সেত মানুষের ভুল তান্ডব লীলা,
জীবন সায়াহ্নে প্রত্যেক সারথি
যেতে হবে একই পথে।
মানুষের কাছে তারাই মানুষ
ভুল ভ্রান্তি লোভে মত্ত থাকে না বেহুঁশ,
যারা করেছে কেবল মনুষ্যত্বের দাসত্ব
সীমাহীন জ্ঞান ভান্ডারে।
শ্বেত পাথরের দামি প্রাসাদে
সরাব পান আর কর না।
চোখ খুলে একবার দেখ না
তোমার পাশের জীর্ণ কুটিরে
যেখানে মানুষ রয়েছে সীমাহীন অনাহারে।
উপবাসী শিশুর বুকফাটা চিৎকার
ঠিক যেন কবরে শায়িত নর কংকাল।
ধীরে ধীরে তারা শত কাতারে
মৃত্যুর সাথে লড়েছে পাঞ্জা।
আত্মা মন দেহ , শুদ্ধ কর ত্রীরত্ন
জীবন ভর কর শুধু এই আরাধনা।
মানুষ হবে শুদ্ধ হবে পুত পবিত্র
একই ঐক্য তান।
জীবনের স্রোতে জীবন চলবে
শান্তির সরোবরে হবে স্নিগ্ধ মানুষ
বাঁচিবে দেহ মন প্রান।