জীবন তরী,
পৃথিবীর এক কোনে
চেয়েছিলাম বাঁধতে বাসা
মনের মতো করে।
আশার মহলে নিদ্রিত ছিল যে মহাক্ষুধা
তরল ছন্দে সুরেলা কন্ঠে
নির্গত হল অন্তর নির্যাস
আপন পথের কক্ষপথে।
বিধাতা প্রভু তম্নয় চোখে
একি খেলা খেলছেন বসিয়া নীরবে।
জীবন রথে অজানা দুর্গম
ভাসিছে তরী জীবন পথে।
অনেক স্বাধ অনেক স্বপ্ন
পাল্টে যায় প্লতি ক্ষনে।
জীবন সংঘাতের নাগর দোলায়
তলিয়ে গেল অথৈই জ্বলে।
তবুও ঘুরে মরি ব্যার্থ আশায়
ভাঙা তরীর মাস্তুলে বসে।
আমি চাতক পেতে চাই পথ
সূদীর্ঘ সুখের পথ।
আমি মানুষ, নয় পতঙ্গ কীট
জীবন তরীর কঠিন পথে
হতে চাই শান্তির দুত।
অগনিত মানুষের হৃদয় কান্না
উছলে পড়ে পৃথিবীর পথে।
চলে যাওয়া মানুষের অশরীরী আত্মা
বসে ধ্যানে ব্যাথাতুর হৃদয়ে।
জীবন মহা শ্রান্ত
ক্লান্ত, অবসন্ন, ক্ষুব্দ
কপর্দকাল বিলম্ব নহে
চলছে দংশন প্রতি নিয়ত।