ফেরা
সায়িদুল আলম মান্নু
জীবনের তাগিদে বার বার
ফিরে আসে মানুষ জীবনেরই কাছে।
অফুরন্ত দিগন্ত অজানা দোলায় দোলে
মন, প্রান্, কোটি জীবনের অবিরাম অস্তিত্ব ।
অথচ নিরাকার সবকিছু, সবই যেন কুয়াসায় ঘেরা
তবুও চলছে মানুষ নিরন্তর, জানে না কোথা তার শেষ গন্তব্য ।
একি স্বপ্ন ! একি দুরাশা! একি নিত্য নব নব
একোন অলীক বন্ধন ?
হৃদয় মাঝে অশান্ত প্রশ্নের ঝড়
যেন সবই কুহলিকায় আচ্ছন্ন।
নিজেকে শুধাই তব নিজেরই কাছে
সকল রঙের বিবর্ন জীবনের আঙিনায়
একোন খেলায় মাতোয়ারা মানুষ
স্বপ্নসৌধ চুড়ায় কেবল হতাশার বানী।
উত্তর নেই, নেই কোন মুক্তি ধরে নাকো ধার তিমির আঁধার।
তিক্ততা, বিষন্নতা, কষ্ট, অবিশ্বাস, রক্তক্ষরন
অপরিমেয় বেদনায় আকুল পৃথিবী ।
স্তব্দ প্রহর নিথর প্রদীপ যেখানে মোহবিষ্ট মানুষ
নাচে হিয়া নাচে ধমনী।
জীবনের বিস্তীর্ন বালুপথে নৈস্বর্গিক শত প্রান্তর
পার করে মানুষ কত কষ্টে কত নির্মম যাতনায়।
নিরীহ জীবন পাদপিঠে আশার ভ্রুন বলি পদে পদে
জীবন অবরূদ্ব মরুময়।
আচ্ছন্ন ধুমায়িত ধুম্রজালে দিগন্ত কুয়াসা
মিলিয়ে যায় সব কিছু।
তবুও মানুষ ফিরে আসে বার বার জীবনের আঙিনায়।