ধর্ম
সায়িদুল আলম মান্নু

তোমরা ধর্মকে নিয়ে টানাটানি কর না
ওটা গাড়ো বিশ্বাষের হৃদয় তরঙ্গে সুললিত বানী
বিশ্ব ব্রম্মান্ডের শেষ ভরসার মহান ত্রাতা
ব্যাক্তি জীবনের বিশুদ্বতার নির্মল প্রতীক।
মহা বিশ্বের মহা সৃষ্টির ঝঞ্জা বিক্ষুব্দ পৃথিবীতে
নিদারুন কর্ম যঞ্জের ব্যাথাতুর অপ্রাপ্তির শেষ বাসনা।

জাতি, ধর্ম, গোত্র, বর্নভেদে এই বিশ্ব চরাচরে
ভিন্ন ভিন্ন ধারনায় ধর্মের উপস্থীতি ভিন্নতর হলেও
শেষ মুক্তির অবনত আশ্রয়ে ধর্ম মহা মহীয়ান।

মহা উর্ধে আত্বার দ্রাবন, নিয়ত নিশ্বাষের বুদ বুদ বিশ্বাষ
মহা শক্তির কাছে প্রলয় মুক্তির সীমাহিন সমার্পন।
ক্লিষ্ট মনের ভীতি, মুক্তির অবিনাষী শ্বেত সনদ
অপরিনামদর্শী জীবন মৃত্যুর শেষ মহাস্বর্গ।

তাই ধর্ম মর্যাদার , ধর্ম অমুল্য রতন,
ধর্ম কেবলই বিশ্বাষের।
ধর্ম সেই সৃতি স্তম্ভ, যার সুউচ্চ মিনারে
লব্দ বিশ্বাষের পবিত্র পতাকা।
যা যুগে যুগে মানুষের আত্বীক মুক্তির বারতা
পৌছে দেয় অগনিত শতাব্দির।

তাই সকল ধর্ম সকলের কাছে সমান শ্রেষ্ঠত্বের দাবীদার।
অবজ্ঞা, হীন মানসের তীর্যক কলুষিত ফনা
তোমার নিজ বিশ্বাষের বেদীমুলে
অন্যের বিশ্বাষকে বিদ্রুপ কর না।
রক্তের হলি খেলায় অন্যের বিশ্বাষকে
গলাটিপে হত্যা, তোমার অস্তিত্ব, তোমার বিশ্বাষ,
তোমার গতানুগতিক আদর্শ
হতে পারে না চীর অমর চীর অম্লান।

ধর্ম লব্দ বিশ্বাষের শীতল বিনয়ী আচারন
শীর্ষ হৃদয় উত্তাপের সুশীতল সমীরন।
সকল শ্রেনীর মানবীয় বর্ম আর জৌলুস
তীর্থের হিমেল প্রবাহ ধরনী তলে নামিয়ে
তুমি তা বিষাক্ত করতে পার না।

কে শ্রেষ্ঠ কে মহান কে আদি আর কেইবা অনন্ত
এই কুট প্রলাপের ধুম্র জালে তোমার আসক্তি মানে
তুমি অনমনীয় মুর্খের খাঁচায় চীর বন্দী অর্বাচীন।
হিংস্র জন্তুসম হুংকার, গর্জনে কাপিয়ে
তুলতে চাইছ তোমার হীন স্বার্থপরতা।

ইতিহাসের ক্রন্দন, এখন রক্ত স্নাত পৃথিবী
অফুরন্ত পথে এখনও কেন থেকে থেকে
কান্নার প্রলয় কল্লোল, অকাতরে মানব বলি,
পৃথিবী আর সইতে পারছে না।
পৃথিবী কম্পমান, পৃথিবী বিদীর্ন।
মানব জাতি বহু শতাব্দী পার করে এলেও
রক্তাক্ত ইতিহাসের স্যাঁত স্যাঁতে গলিপথে
স্রোতস্বীনি উত্কট গন্ধের আবিষ্টতায়
এখনও মোহাচ্ছন্ন, এখনও তন্দ্রাচ্ছন্ন।

আর সময় নাই, ধরিত্রী কম্পমান কন্ঠে
এই আহবান অগনিত জাতি বাহু বন্ধনে
নিবে সেই অকপট দীক্ষা সজীব সরসে
অমৃত বীজ বপনে রাজত শুভ্র কীরিট মস্তকে
অবনত ভুতলে অঞ্জলি পেতে কুড়ায়ে লইবে
মানুষের জয়গান।
ধর্ম গৌন , ধর্ম নহে একক,
এ বিশ্বাষ তুমি বিলাও অকাতরে
অগনিত মানুষের বিক্ষত জাতি সত্বায়।

এইত সময় ভুলে যাও সব কিছু অতীত করেছ পারাপার
ভবিষ্যতের দিগন্ত বিস্তৃত পথে বহুদুর নীলাভ আভায়
সকল প্রথা গন্ডির উর্ধে উঠে মানুষ এক ও অভিন্ন সত্বায়
গাইবে সাম্যের গান, যেখানে শুধু মানুষ সত্য মানুষ মহীয়ান।