বিধাতার কাছে খোলা চাঠি,
সায়িদুল আলম মান্নু
হে ঈশ্বর তুমি কোথায় ? তুমি কি বেঁচে আছ ?
নাকি গভীর তন্দ্রায় তন্দ্রাভিভুত, তমসাচ্ছন্ন,
নাকি আবারও স্বপ্ন দেখায় বিভোর
অন্য কোন পৃথিবী !
কর্নকুহরে প্রবেশ করে কি বোমা
আর শত কামানের গোলা ?
বুলেটে পিষ্ট রক্ত স্রোতে
ভেসে যাওয়া সভ্যতার জনপদ।
মাতৃক্রোড় হতে ছিটকে পড়া
অগনিত শিশুর খন্ডিত লাশ
ছিন্ন ভিন্ন দেহ শতখন্ডে বিদীর্ণ
মস্তিস্ক আর পর্বতসম লাশের স্তুপ।
বাতাসে বিষাক্ত গন্ধ, ঘন কুয়াশার আবারন,
কোটি কোটি মাইল
গাড়ো অন্ধকারে ঢাকা,
অবাক মানুষ নিথর পৃথিবী।
হে ঈশ্বর, তোমার সভ্য মানুষেরা
লেলিহান বিত্তের শীর্ষে দাড়িয়ে
অসহায় মানুষের নিসৃত রক্ত
পেয়ালায় চুমুক দিচ্ছে অবিরাম
আর ঢেকুর তুলছে পরম তৃপ্ত পিয়াসে।
পদতলে লুটায় অনাহারি ক্লিস্ট মানুষ
পৃষ্ঠদেশে আমুল বিদ্ধ ভ্রান্ত আদর্শের শানিত ছুরি
টুকরো হয়ে ফিরে আসছে ক্ষীন প্রতিবাদি কন্ঠস্বর
তবুও মানুষ গুনছে অনাগত ভবিষ্যতের জীবনপুন্জী।
তোমার ক্রমাগত উঠে আসার প্রনান্ত চেষ্টার
পদমুলে শক্ত লৌহ জিন্জির ,
বিচ্ছিরী আইনি শর্তের গোলোক ধাঁধা
তোমার নির্বাক সরলতায় দিগভ্রান্ত দিশেহারা জীবন
হ্রীদপিন্ডের পাশাপাশি দাড়িয়ে ওরা
সভ্যতা ও আদর্শের বুলি কপচায়।
আর মেতে ওঠে নিষ্ঠুর বিজয় উল্লাসে।
হে প্রভু, তুমি কি বিশ্ব আলয়ে জগধাত্রী মাতা ?
তোমার ক্রোড়ে নিত্য জন্মায় বুলেট আর ব্যায়োনেট
রকেট লাঞ্চার , ক্রুজ ক্ষেপনাস্ত্র আর পারমানবিক বোমা
কেন রুখতে পার না ঐ প্রলয়ংকারি মারনাস্ত্র ?
হিরোশমা কেদেছে নাগাসাকি জ্বলেছে ,
জ্বলেছে আফগান,
প্যালেস্টাইন, লেবানন, ইরাক, সিরিয়া
আরও কত কি অগনিত দেশ।
সমগ্র পৃথিবী তটে মানব নিধন একি মহা প্রলয়
এ কেমন তোমার নিষ্ঠুর অচেনা সভ্যতা।
জানি তুমি চীরঞ্জীব চীর নমস্য চীর পুজ্য দেবতা
তোমারই বীনায় সুর মুর্ছনায় অবিরাম
আকাশে দুরন্ত মেঘের কোলাকুলি।
সমুদ্রে মহা কল্লোল, আবার সেই তোমরই দেবত্বে
অপরিসীম জলরাশি।
দিগন্ত তটরেখা বিশ্বাষের স্রোতস্বীনি মহিমা
কোটি হৃদয়ের মমত্ব গাথা মানব সভ্যতার নিবিঢ় বন্ধন
জাগতিক চেতনলব্দ বহুধা অতৃপ্ত জীবনের বৈশ্বিক মন্ত্র
তুমি বিলিয়ে দাও অকাতরে।
জাতিতে জাতিতে সহস্র স্বকীয়তায় আলোকিত কর তোমার নশ্বর পৃথিবী।
প্রভু তুমি এ বিশ্ব চরাচরে দিয়েছ অনেক,
নিওছো যে অনেক।
গনতন্ত্র, সমাজতন্ত্র, এক নায়কতন্ত্র আরও কি তন্ত্র মন্ত্র,
কেউ বলে আমি শ্রেষ্ঠ আমি মহান আমি তাবত ত্রাতা
তবে পুজ্য নহে কোনই তন্ত্র কিংবা মন্ত্র
এ মহাকালের গতিরথে,
যদি না থাকে তব তাতে মানুষের মুক্তির মহামন্ত্র।