ঝড় এলো, এলো ঝড় বৈশাখী ঝড়
আম বন, জাম বন, ভাঙে মড় মড়
ঈশানের কালো মেঘ বাতাসের বেগ,
দূরে দূরে দেখা যায়, ছুটে আসে মেঘ ।
মুহূর্তেই করে সব, যেন লন্ড ভন্ড
মনে হয় একী সব, কী অদ্ভূত কান্ড ।
ঘর বাড়ি ভেঙে পড়ে, গরু ডাকে হাম্বা
মনে হয় ঝড় যেন বিশ হাত লম্বা ।
মনে হয় মেঘ নয় বাতাসের ঘুর্ণি
যাহা কিছু কাছে পায়, যায় যেন চুর্ণি ।
একী সব ভয়ানক, কী অদ্ভূত কান্ড!
বহুকাল সঞ্চিত সে ঘড়া ঘটি ভান্ড
সব কিছুই চুরমার কাল বৈশাখীতে
বাড়ি নাই, ঘর নাই মিশেছে মাটিতে ।