জোয়ার ভাটার টানে ভেসে ভেসে চলি
সকালে উত্তরে আর বিকালে দক্ষিণে
একই স্রোতে ঘুরপাক যেন কানাগলি
কচুরী পানার গুচ্ছ ভেসে যাই বানে ।
প্রেমের উচ্ছ্বাস জাগে দূর নীলিমায়
সুধাকর আকর্ষণে সাগর উত্তাল
জল রাশি ফুঁসে উঠে মধুর মায়ায়
ভেসে যায় নদ নদী দিক চক্রবাল ।
স্ফীত সেই জল রাশি গভীর আবেগে
ধেয়ে চলে নদী বেয়ে সেইতো জোয়ার
পুণ সে ভাটার টানে ফিরে যায় বেগে
কচুরী পানার গুচ্ছ ভাসে সাথে তার ।
জগতের পরিক্রমা নিয়তি বিধান
কচুরী পানার ভাগ্য আসে যায় বান ।