জন্ম থেকে জ্বলছি আমি, দেখছি তোমাকেই
হে দরিদ্র, তুমি যেন অঙ্গের ভুষন ।
দুঃখ ব্যথা বেদনাতো, ক্লান্ত দেহতেই
বেদনার্ত, ক্লান্ত শ্রান্ত দুঃখভরা মন ।
লোভ ঈর্ষা, দুঃখ ব্যথা যায়নি কিছুতেই
জেগে থাকে মনে মনে অতৃপ্তি, ক্রন্দন ।
পাইনিকো যা এ জীবনে তার আশাতেই
কল্পলোকে স্বর্গভূমি করেছি রচন ।
অনিন্দ্য সে রূপ কুমারী পাই না জীবনে
তাইতো খুঁজি স্বর্গলোকে তৃপ্তি হুরুণ-হুর
কষ্ট কত মরুভূতে পাই না পানি সে
তাইতো খুঁজি স্বর্গ দেশে শরাবন তহুর ।
এ জীবনে অপূর্ণতা, দুঃখ ব্যথা শোক
পূর্ণ হোক কল্প লোকে আসুক আলোক ।