তুমি এক প্রেমপত্র লিখেছিলে তাই
কোন এক রণাঙ্গনে রক্তের অক্ষরে
‘এদেশকে ভালোবাসি স্বাধীনতা চাই’
তোমার এ আত্নত্যাগ আজি মনে পড়ে ।
সম্মুখ সমরে তুমি ছিলে যে সম্মুখে
জেনারেল খালেদের দুর্ধর্ষ বাহিনী,
হানাদার বাহিনীকে দিয়েছিলে রুখে
রচে ছিলে মুক্তিযুদ্ধে অমর কাহিনী ।
তুচ্ছ করি মৃত্যু ভয় অগ্রণী সৈনিক
হানাদার বাহিনীকে ধ্বংস করি সেথা
পড়ে গেলে বুলেটের আঘাতে নির্ভীক
রক্তাক্ত মাটির পরে লিখি্লে কবিতা ।
তোমারই রক্ত দিয়ে লেখা সে অক্ষর
অনন্ত কালের বুকে হয়েছে ভাস্বর ।
বিঃ দ্রঃ সম্মুখ যুদ্ধে শহীদ কোন এক মুক্তিযোদ্ধার স্মরণে ।