যৌবন উষ্ণতা নেই সর্ব অবয়বে
তবুও অন্তরে জাগে যৌবনের গান ।
বিগত যৌবনা নারী আজো অনুভবে
‘ফুলশয্যা’ রাত যেন এখনো অম্লান ।
যৌবন বিগত তবু অন্তরে অন্তরে
যৌবনের মধুস্বপ্ন আজো করে খেলা,
চারিদিকে অন্ধকার তবু ঘুম ঘোরে
আলোর প্রত্যাশা নিয়ে কেটে যায় বেলা ।
জীবন তো দুর্বিষহ তবু অন্ধজন
নিয়ত খুঁজিয়া ফেরে, কোথায় আলোক,
যৌবন আকাঙ্খা সাধ মেটে না কখন
সুন্দরী নারীকে খোঁজে চিতার দু’চোখ ।
যৌবন বিগত হ’লে থাকে তার স্মৃতি
অন্তরে অনন্তকাল যৌবন স্হিতি ।