মনোরম তটিনী পিয়াইন, পিয়ং
এ যেন আকাশ নদী, অন্তরীক্ষ থেকে
নেমে এল ত্রস্তপদে যেন এঁকে বেঁকে
ওই পাড়ে মেঘালয়, এপারে জাফলং ।
উন্নত পর্বত শ্রেণী, ধূসর সে রঙ্
ঘিরে আছে উত্তরের দেশ মাতৃকাকে
পাদ দেশে ক্ষুদ্র গ্রাম রেখেছে সে ঢেকে,
দূরে অসমিয়া দেশ, রাজধানী শিলং ।
মাঝখানে ‘চিরাপুঞ্জি’ বৃষ্টির শহর
কত শত নদী পথে নেমে আসে জল
তার সাথে আসে নুড়ি, আসে যে পাথর
পিয়াইন, স্রোতস্বিনী হাসে খল খল ।
তীরে শোভে জাফলং ওপারে পাহাড়
পিয়াইন নদী যেন তার কন্ঠহার ।