কুমারী কন্যার চোখ স্বচ্ছচোখ অতল গভীর
চেয়ে থাকে নির্নিমেষ প্রকৃতির সৌন্দর্যের দিকে
মায়াবী চাঁদের হাসি তার চোখে করে যেন ভিড়
সে চাহে সবার পানে নিরবধি পরম কৌতুকে ।
আকাশের নীল বলে ভেঙ্গে দাও সীমার বাঁধন
আত্মার নিগুঢ় স্বপ্নে জাগে তার অন্তরে আবেগ
বুকে তার খেলা করে সারাদিন মধুর কাঁপন,
জেগে ওঠে মন মাঝে অজানা সে জীবনের বেগ ।
সহসা সে পথ প্রান্তে দেখে এক অচেনা পুরুষ
তার সে দৃষ্টিতে যেন ফুটে ওঠে বিপুল বিস্ময়,
কুমারী কন্যার চোখে এ যেন গো রূপ নিষ্কলুষ
আত্মার অচিন্ত্য লোকে ফোটে যেন নিত্য বরাভয় ।
কুমারী কন্যার চোখে অতলান্ত গভীরতা ছায়া
জীবনে আনন্দ আনে, আনে স্বচ্ছ অপার্থিব মায়া ।