নানা রঙ্ নানা ছবি ছড়ানো সেখানে,
সাজানো নিসর্গ রূপ, অপরূপ ছবি
ফুলে ফুলে সুশোভিত কাননে কাননে
ঘুরে ঘুরে রূপ দেখে মুগ্ধ এই কবি ।
নিঃসীম গগণতল অনন্ত অম্বর
শত তারকার মেলা মিটি মিটি হাসি
কত রঙ্ কত ছবি আলোর প্রহর
জীবনের মাঝে শুধু ভালোবাসা বাসি ।
এই রঙ্ এই ছবি আমার অন্তরে
বিম্বিত অনন্তকাল স্মৃতি পটে আঁকা ।
নীরবে নিভৃতে দেখি অন্তরের ঘরে
রূপ রঙ্ ভালোবাসা মেলে তার পাখা ।
জীবনের দৃষ্টি জ্ঞান শুদ্ধ ভালোবাসা
রূপ রঙ্ তুলি দিয়ে খুঁজে পায় ভাষা ।
২৯-১০-২০১৪ ইং
পাংশা, রাজবাড়ী ।