আমি তো বলিতে চাই যা আগে বলিনি
অন্তরের অন্তস্থলে লুকানো কাহিনী
সবার নিকটে তাই কবির প্রকাশ
আমার অন্তরে করে কে সে বসবাস ।
আমি তো ডাকিনা তাকে তবু সেই জন
আমার অন্তরে এসে করে বরিষণ
সুধা বৃষ্টি রস ধারা প্রেম প্রীতি সব
জীবনের মিলনের সে মধু উৎসব ।
আমার অন্তরে সে যে এসেছে কেমনে
চিরস্থায়ী ঠাঁই নিয়ে বসেছে গোপনে
তাই তো ভুলিতে আমি পারিনাকো তাকে
সে চির আপন হয়ে হৃদি মাঝে থাকে ।
আমার হৃদয় সে যে স্নিগ্ধ ভালবাসা
ইহ-পরকালে সে তো নিরাশার আশা ।