মানুষের মন নিয়ে চলে গবেষণা
কার মন কেমন তা যায় নাক জানা
ব্যবহারে শিষ্টাচারে মেলে পরিচয়
কেউ বলে মুখ দেখে মন চেনা যায় |
মনের মাধুর্য হলো সর্বশ্রেষ্ঠ ধন
সেই শ্রেষ্ঠ যার থাকে নিষ্কলুষ মন
সুন্দর ও সুশ্রী দেহ কিন্তু মনে কালি
সব সুখ সব শান্তি দেয় জলাঞ্জলি ।
কুৎসিত মুখমন্ডল,দেহ কাফ্রিসম
তার মন যদি হয় নিষ্পাপ উত্তম
তাহলে সেই তো শ্রেষ্ঠ,সেই পুণ্যবান
তার দ্বারা মূর্ত হয় মানুষের মান ।
তাই বন্ধু মনোগ্লানি করো সবে দূর
তাহলে জীবন হবে সুন্দর মধুর ।