চন্দনার তীরে আজও নিত্য সূর্য উঠে
ফুল ফোটে বৃক্ষলতা আন্দোলিত হয়
দখিনা বাতাস আনে নিত্য বরাভয়
ছড়ায় সোনালি রৌদ্র তৃণ পত্রপুটে ।
এইতো সে স্বর্গভূমি 'এলিশি'প্রান্তর
অনন্ত দিগন্ত ছোঁয়া অবারিত মাঠ
হরিৎ সে ধান্য ক্ষেত্র বিস্তৃত বিরাট
ধ্যান মৌনী নৈসর্গিক দৃশ্যাদি সুন্দর ।
এই খানে কত দুঃখ বেদনা বিচ্ছেদ
কত মন মনান্তর জীবন যন্ত্রণা
তবুও সূর্যের স্বচ্ছ স্বর্ণ রশ্মি কণা
জ্বালায়ে নিখাদ করে পাপ দুঃখ ক্লেদ ।
আজিও চন্দনা তীরে সূর্য উঠে তাই
আঁধারের বিভীষিকা আজ আর নাই ।