ইউফ্রেটিস নদী তীরে প্রাচীন ইরাকে
জন্ম তার ইব্রাহিম,চিনো নাকি তাকে
তিনি তো আল্লাহর নবী,বন্ধু সে খোদার
তাই তো আল্লাহ পাক বহু পরীক্ষার
সম্মুখীন করি তাকে করিল যাচাই,
বলিলেন ইব্রাহিম,আর কেহ নাই
উপাস্য আল্লাহ ছাড়া ।তাই সর্বক্ষণে
একমাত্র পূজ্য তিনি এ বিশ্ব ভুবনে ।
আল্লাহ-বিদ্রোহী রাজা নাম নমরুদ
আগুনে ফেলিল তাকে কী যে অদ্ভুত
আল্লাহর কী রহমত আগুনের পুর
আল্লাহর হুকুমে হলো শান্ত সুমধুর ।
কাবার নির্মাতা তিনি আল্লাহর খলিল
তাকে নিয়ে গর্ব করে এ বিশ্ব নিখিল ।