সুদূর অতীত স্মৃতি আজি মনে পড়ে
দূরবর্তী কয়াগ্রাম জাগিছে অন্তরে
গড়াই নদীর তীরে শ্যামলিম গাঁয়ে
বাঘা যতিনের বাড়ি বট বৃক্ষ ছায়ে ।
ওপারেতে স্মৃতিময় ছেউড়িয়া গ্রাম
সেখানে এখনো আছে লালনের ধাম ।
পার্শ্বে শিলাইদহ গ্রাম রবীন্দ্র কুটির
সেখানে সাহিত্যমোদি মানুষের ভিড় ।
মনে পড়ে কায়া গ্রাম অনিন্দ সুন্দর
গড়াই ব্রিজের পার্শ্বে উজ্জ্বল ভাস্বর
নির্জন নদীর তীরে দখিনা বাতাসে
সুন্দর প্রভাতখানি প্রতিদিন আসে ।
মনে পড়ে কায়াগ্রাম বন্ধুরা সাথীরা
এখনও কি বেঁচে আছে,কাছে ছিল যারা ।