মালালা ইউসুফ জয়ী হে কিশোরী কন্যা
আলোকের দ্যুতি তুমি নির্ভীক অনন্যা ।
শিক্ষাহীন অন্ধকূপে রহিবে না নারী
জাগিবে জ্ঞানের পথে নির্দেশনা তারই
দিলে তমি,হে কিশোরী দৃঢ় দীপ্ত প্রাণ ।
মৃত্যুভয় তুচ্ছ করি জাগরণী গান
গাহিলে সে পশ্চাৎপদ সমাজের বুকে
তালেবান ও ধর্মান্ধ জীবের সম্মুখে ।
নারী সে তো তুচ্ছ নয় জ্ঞান ও শিক্ষার
আলো পেতে আছে তার পূর্ণ অধিকার
এ কথাটা প্রচারিলে জানালে নির্ভয়ে
শত শত কচি প্রাণ গেল শিক্ষালয়ে ।
তাই তো নন্দিত তুমি বিশ্ব ইতিহাসে
হে মালালা তোমাকে যে সবে ভালো বাসে ।