জীবন প্রারম্ঙ কাল,বহু বর্ষ আগে
কেটে গেছে বহু দিন আজি শুধু জাগে
স্মৃতি মাখা দিনগুলো,কত না পালক
ঝরে গেছে ডানা হতে,নব সূর্যালোক
এসেছে নতুন বার্তা ,নতুন প্রত্যাশা
জেগেছে নতুন করে কবিতার ভাষা ।
তাই আজি সন্ধ্যাক্ষণে সন্ধ্যার আবীরে
জীবন সায়াহ্ন ক্ষণ রেঙে গেছে কি রে ।
প্রদোষ তীর্থের রঙ রঙধনু রূপে
নীল আকাশের তীরে এলো চুপে চুপে
সাত রঙ এক হয়ে জাগে এক সাথে
হৃদয়ের ক্যানভাসে জীবন সন্ধ্যাতে ।
ছন্দোবদ্ধ বাণী রূপ,কাব্য ও কবিতা
সন্ধার প্রদোষ তীর্থে হোক প্রস্ফুটিতা ।