পৃথিবীর দেশে দেশে কত না আলোক
কত না আলোক শিশু আসে চিরকাল
দেশকাল সমাজের তারা নিয়ন্ত্রক
তাদের স্পর্শ সুখে প্রতিটা সকাল
হেসে উঠে মানুষের অন্তরের তলে
চিরস্থায়ী চিরদিন,তারা জাগরূক ।
মানুষের ভালোবাসা স্মৃতির অঞ্চলে
তাদের অন্তর প্রীতি উজ্জ্বল উন্মুখ ।
তাঁদের হৃদয় সিক্ত কল্প ও কাহিনী
সোনার কাঠির পর্শে দেয় নিত্য আনি
জীবনের জাগরণ,রাজকন্যার ঘুম
ভেঙ্গে যায় রেঙে দেয় কপোলের চুম ।
সেই সে আলোক শিশু প্রিয় পুত্র যিনি
নিসর্গের উর্দ্ধাকাশে চলে গেছে তিনি ।
( * জনপ্রিয় কথা সাহিত্যিক জনাব
হুমায়ূন আহম্মেদ স্মরণে )