গড়াই নদীর পাড়ে ছোট এক গ্রাম
সেখানে মাটির স্বর্গ,স্বপ্নে অবিরাম
দেখি তার প্রতিচ্ছবি,ছোট এক মেয়ে
একপাশে করে খেলা বন্ধুদের নিয়ে ।
তার সে পরেশ হেসে উঠে ধুলিকণা
ধুলি নয় সেতো বন্ধু সারা গায়ে সোনা ।
সে মেয়ের পায়ে বাজে সোনার নূপুর
তাই তো গাঁয়ের নাম অলঙ্কারপুর ।
সে মেয়েকে চিনো নাকি দেখেছ কখন
মোল্লা বাড়ির মেয়ে সে অতি সাধারণ ।
তোমরা চিনো না তাকে কিন্তু মোর চোখে
সাধারণ নয় সে যে তাকে দেখে দেখে ।
ধন্য হতে চাই আমি সে যে মা আমার
অলঙ্কারপুরের কন্যা শ্রেষ্ঠ অলঙ্কার ।
(আমার বাবা কবি মোঃ আব্দুল মান্নান অসুস্থ থাকায় তার পক্ষ থেকে আমি ববি মাহ্জাবীন তার সম্মতিক্রমে আসরে কবিতা পোস্ট করলাম । আমার বাবার জন্য দোয়া করবেন ।)