দেখেছি অনেক কাল মানুষ প্রকৃতি
পরেছি যে ইতিহাস মানুষের কথা
বয়েছি আনন্দ দুঃখ সুখময় স্মৃতি
আমার সমুখে জাগে মানব সভ্যতা ।

এই সব সুখ স্মৃতি আনন্দ বেদনা
ছোট ছোট দুঃখ ছবি জীবনের গান
সবই যে সঞ্চিত আছে জীবন যন্ত্রণা
সনেটের রূপধরি পেতে চায় প্রাণ ।

জেগে উঠে স্মৃতিপটে অনুভূতি কণা
অষ্টক ষষ্টক মিলে চতুর্দশ অক্ষরে
একটি অখন্ড ভাব,অখন্ড দ্যোতনা
সনেটের ফুল ফোটে সাহিত্য অম্বরে ।

কবি আমি ক্ষুদ্র অতি প্রচেষ্টা আমার
সনেটের ভুল হয়ে ফুটুক আবার ।





(আমার বাবা কবি মোঃ আব্দুল মান্নান অসুস্থ থাকায় তার পক্ষ থেকে আমি ববি মাহ্জাবীন তার সম্মতিক্রমে আসরে কবিতা পোস্ট করলাম । আমার বাবার জন্য দোয়া করবেন ।)