কবি বলেছিলেন," পৃথিবীর পুরনো পথের রেখা
হয়ে যায় ক্ষয় "।

কিন্তু আমি তো দেখেছিলাম তোমায়
নিহারীকার পথে উড়ে যেতে,
ভর করে সময়ের পাখনায়
উড়ে যেতে ছায়াপথে  ।

শাড়ির আঁচল থেকে ঝরেছিল সেদিন
শিশিরের মত চুপচাপ অসংখ্য টুকরো স্মৃতি
ভারত মহাসাগরের গর্ভ থেকে তুলে আনা
মুক্তোর মত জ্বলজ্বল করছিল তারা।

রূপকথার কোন গল্পের পরীর মত
ডানা মেলে উড়ে যেতে দেখেছি তোমায়
কতদিন, কত বাসন্তী পূর্ণিমার রাতে
জ্যোৎস্নায় পা ফেলে নিঃশব্দে।

ঝুলন পূর্ণিমার রাতেও দেখেছিলাম তোমায়
রাইকমলিনীর বেশে বৃন্দাবনে
সখীদের মাঝে আম্রকাননে;
চন্দনচর্চিত অঙ্গে ছিল সুগন্ধিত পুস্পরাগ ।

তোমাকেই খুঁজতে খুঁজতে চষে ফেলেছি
নবগ্রহ,দ্বাদশ রাশি, সপ্তবিংশ নক্ষত্ররাজি।
প্রতিটি গ্রহ, রাশি,নক্ষত্রের বুকে প্রত্যক্ষ করেছি
তোমার শঙ্খের মত পদচিহ্ন।
প্রতিটি চিহ্নে রেখে এসেছি
তোমার উদ্দেশ্যে একান্ত সঙ্গোপনে
সযত্নে ফোটানো রক্তগোলাপ -
আমার নীরব পূজার নৈবেদ্য।

*** রাশি শব্দের অর্থ এখানে cluster of stars in our galaxy.