একদিন মাটি ছিলাম
মিশেছিলাম পৃথিবীর বুকে।

কেউ  তুলে নিল কোদালের কোপে ।
মাটি থেকে শরীর হলাম।
পেলাম বসন, দেবীর আসন
পূজো হল একদিন।
কত সন্তান লুটিয়ে করল প্রণাম
চাইল আশীর্বচন।

যারা চেয়েছিল মায়ের আশীর্বচন
পূজো মিটে গেলে
একদিন তারাই ছেড়ে গেল  মাঠের শেষে
কোন এক  গাছের  নীচে একদম একা


আজ বৃষ্টির অপেক্ষায় আছি
মিশে যেতে আবার মায়ের বুকে।



***** রাস্তাঘাটে পাষণ্ড সন্তানদের দ্বারা ফেলে যাওয়া প্রতিটি বৃদ্ধা অসহায়   মায়ের    জন্য উৎসর্গ করলাম।